১৯ মে ২০২৪, রবিবার, ০৪:৩২:১১ পূর্বাহ্ন


নারায়ণগঞ্জে আওয়ামী লীগ অফিসে হামলায় পুলিশসহ আহত ১০
অনলাইন ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ২০-০৮-২০২৩
নারায়ণগঞ্জে আওয়ামী লীগ অফিসে হামলায় পুলিশসহ আহত ১০


নারায়ণগঞ্জে আওয়ামী লীগের অফিসসহ আশপাশের রেস্তোরাঁ ও বাড়িঘরে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এসময় এলোপাতাড়ি কুপিয়ে আহত করা হয় পুলিশ কর্মকর্তাসহ ১০ জনকে। শনিবার ( ১৯ আগস্ট) দিবাগত রাতে ফতুল্লার মাসদাইর এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

সময় সংবাদের হাতে পাওয়া একটি সিসিটিভি ফুটেজে প্রায় অর্ধশত সন্ত্রাসীকে ধারালো অস্ত্র নিয়ে মহড়া দিতে দেখা যায়। পরে এক পর্যায়ে এলোপাতাড়ি কুপিয়ে পথচারীদের আহত করে তারা।

হামলাকারীরা বঙ্গবন্ধু এবং স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমানের ছবিও ভাংচুর করে।

আওয়ামী লীগ কার্যালয় ভাংচুরের ঘটনায় নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্তসহ জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা।

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম বলেন, সিসিটিভি ফুটেজ দেখে দ্রুত তাদেরকে গ্রেফতার করা উচিত, না হয় আবারও হামলা হতে পারে।  

হামলায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতারের আশ্বাস দিয়েছে পুলিশ।

আওয়ামী লীগ কার্যালয়ে হামলা ও ভাংচুরের ঘটনায় গণমাধ্যমের সাথে কথা বলেছেন স্থানীয় সংসদ সদস্য একে এম শামীম ওসমান।

শামীম ওসমান বলেন, ‘নারায়ণগঞ্জকে অস্থির করে তুলতে চাইছেন একটি কুচক্রী মহল। কিন্তু আমরা তা হতে দেবো না। মানুষের নিরাপত্তার কথা আগে ভাবতে হবে।’ 
 
জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়া হলে সাধারণ মানুষই জবাব দেবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

হামলায় আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেলসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।