২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ০৬:৩৬:৪৭ অপরাহ্ন


চট্টগ্রামে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৪-০৩-২০২২
চট্টগ্রামে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে ফাইল ফটো


চট্টগ্রাম নগরীর ইপিজেড থানা এলাকার পোশাক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

শুক্রবার (৪ মার্চ) বিকেল ৩টার দিকে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক নিউটন দাশ জানান, শুক্রবার (৪ মার্চ) দুপুর ১২টার দিকে ব্যারিস্টার সুলতানা আহমেদ চৌধুরী কলেজ এলাকার মোশন কমপ্লেক্সের পঞ্চম তলার সাজ ফ্যাশন নাম একটি কারখানায় আগুন লাগে। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে।  পরে আরও ছয়টি ইউনিট তাদের সঙ্গে যোগ দেয়।    

চট্টগ্রামে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিটচট্টগ্রামে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

তিনি আরও জানান, আগুন লাগার শ্রমিকেরা নিরাপদে বেরিয়ে এসেছেন। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।  

রাজশাহীর সময় /এএইচ