১৯ মে ২০২৪, রবিবার, ১২:২৩:২০ অপরাহ্ন


ভাতিজাদের মারধরে চাচার মৃত্যু
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২২-০৮-২০২৩
ভাতিজাদের মারধরে চাচার মৃত্যু ফাইল ফটো


কক্সবাজারের চকরিয়ায় মুরগির বিচরণকে কেন্দ্র করে বড় ভাই ও ভাতিজাদের মারধরে চাচা গিয়াস উদ্দিনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (২২ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার করাইয়া ঘোনা গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, মঙ্গলবার সকালে পালিত মুরগির বিচরণ নিয়ে বড় ভাই সাহাব উদ্দিন (৫০) ও ছোট ভাই গিয়াস উদ্দিন (৪৫) এর মধ্যে ঝগড়া লাগে। একপর্যায়ে বড় ভাই সাহাব উদ্দিনের, স্ত্রী ও ছেলে-মেয়েরা লাঠি দিয়ে চাচা গিয়াস উদ্দিনকে মারধর করতে থাকে। এতে ঘটনাস্থলেই গিয়াস উদ্দিনের মৃত্যু হয়। এ অবস্থায় স্থানীয়রা নিহতের বড়ভাই সাহাব উদ্দিন, তার দুই ছেলে সাজ্জাদ (২৭) ও সাঈদীকে (২২) আটক করে থানায় সোপর্দ করে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদ মাহামুদ। 

পৌরসভার ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর ফারহানা ইয়াছমিন জানান, সকালে মুরগির বিচরণ নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি ও পরে হাতাহাতি হয়। এক পর্যায়ে বড় ভাই সাহাব উদ্দিন ও তার ছেলে-মেয়েরা ঘটনাস্থলে গিয়ে চাচা গিয়াস উদ্দিনকে মারধর করে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। 

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।