১৯ মে ২০২৪, রবিবার, ০৪:৩২:১২ পূর্বাহ্ন


মেয়েদের ২০০ মিটার দৌড়ের ইতিহাসে দ্বিতীয় সেরা শেরিকা
ক্রিড়া ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ২৬-০৮-২০২৩
মেয়েদের ২০০ মিটার দৌড়ের ইতিহাসে দ্বিতীয় সেরা শেরিকা মেয়েদের ২০০ মিটার দৌড়ের ইতিহাসে দ্বিতীয় সেরা শেরিকা


মেয়েদের ২০০ মিটার দৌড়ের ইতিহাসে দ্বিতীয় সেরা টাইমিং করেছেন শেরিকা জ্যাকসন। অকাল প্রয়াত কিংবদন্তি ফ্লোরেন্স গ্রিফিথ–জয়নারই কেবল এই জ্যামাইকানের চেয়ে কম সময়ে দৌড় শেষ করেছেন মেয়েদের ২০০ মিটারে।

১৯৮৮ সালে সিউল অলিম্পিকে ২০০মিটারে ফ্লো-জো জিতেছিলেন ২১.৩৪ সেকেন্ডে। হাঙ্গেরিতে চলমান বিশ্ব অ্যাথলেটিক্সে শুক্রবার শেরিকা সময় নিলেন ২১.৪১ সেকেন্ড। ২০২২ সালে ইউজিনে বিশ্ব চ্যাম্পিয়শিপেও এই ইভেন্টে প্রথম হয়েছিলেন এই স্প্রিন্টার।

তার চেয়ে বেশ পিছিয়ে ২১.৮১ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হয়েছেন যুক্তরাষ্ট্রের গ্যাবি টমাস। ১০০ মিটার জিতে হইচই ফেলা আরেক মার্কিন স্প্রিন্টার শা’কারি রিচার্ডসন ২১.৯২ সেকেন্ডে দৌড় শেষ করে হয়েছেন তৃতীয়।