২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ০৫:৪৭:২৭ অপরাহ্ন


পত্নীতলায় দ্রব্যমূল্য উর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০৫-০৩-২০২২
পত্নীতলায় দ্রব্যমূল্য উর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ নওগাঁর পত্নীতলায় দ্রব্যমূল্য উর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ


তেল ,গ্যাস ,বিদ্যুৎ ,পানিসহ সকল ধরনের নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে পত্নীতলা থানা ও পত্নীতলা পৌর বিএনপির আয়োজনে বিক্ষোভ সমাবেশ ও স্লোগান মিছিল করেছে বিএনপি ও তার অঙ্গ সংগঠনগুলো।

শনিবার (৫ মার্চ)সকাল ১১টা নাগাদ উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে  বিক্ষোভ সমাবেশ ও স্লোগান মিছিলের আয়োজন করা হয়।

এর আগে সকাল থেকে উপজেলার বিভিন্ন স্থান থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে সভাস্থলে এসে একত্রিত হয় নেতাকর্মীরা।

উক্ত কর্মসূচি  ঘিরে সকল ধরনের সহিংসতা রোধে কঠোর অবস্থানে ছিলো পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

পত্নীতলা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও নজিপুর সরকরি কলেজের সাবেক ভিপি হাবিবুর রহমান মিন্টুর  সভাপতিত্বে ও পৌর যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমানের  সঞ্চালনায় এতে প্রধাণ বক্তা হিসাবে বক্তব্য পেশ করেন জেলা ও উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য খাজা নাজিবুল্লাহ চৌধুরি,পৌর আহবায়ক কমিটির সদস্য ওবায়দুল ইসলাম নান্টু, উপজেলা মহিলাদলের অন্যতম সদস্য মৌসুমী সুলতানাসহ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অংগ-সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।

বক্তারা বলেন, মানুষের জীবন জীবিক আজ হুমকির মুখে পড়েছে। তেল, গ্যাস, বিদ্যুৎসহ সকল প্রকার নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যে বাড়ছে। অথচ সরকার কোনোভাবেই তা নিয়ন্ত্রণ করতে পারছে না। মানুষের দেয়ালে পিঠ ঠেকে গেছে। বিএনপির নেতৃত্বে সারা দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে এ সরকারের সকল অপশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াবে বলে হুশিয়ারি দেন তারা। বিক্ষোভ সমাবেশ শেষে স্থানে দাঁড়িয়ে বিভিন্ন স্লোগানে মিছিল করেন ছাত্রদল ও যুবদল নেতা কর্মীরা।

রাজশাহীর সময় /এএইচ