১৯ মে ২০২৪, রবিবার, ০২:৩৯:৫৫ পূর্বাহ্ন


সাপাহারে ২ টি আইসক্রিম ফ্যাক্টরি সিলগালা ও অর্থদণ্ড
হাফিজুল হক, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ৩১-০৮-২০২৩
সাপাহারে ২ টি আইসক্রিম ফ্যাক্টরি সিলগালা ও অর্থদণ্ড সাপাহারে ২ টি আইসক্রিম ফ্যাক্টরি সিলগালা ও অর্থদণ্ড


নওগাঁর সাপাহারে ২ টি আইসক্রিম ফ্যাক্টরি কে সিলগালা করে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সাপাহার উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্যাহ আল মামুন।

বৃহস্পতিবার দুপুরে সাপাহার সদরের নসিব সিনেমা হল এর পার্শ্ববর্তী সিরাজুল ইসলামের শম্পা সুপার আইসক্রিম ফ্যাক্টরি ও দিঘীরহাট বাজারের রবিউল ইসলামের চাচা ভাতিজা আইসক্রিম ফ্যাক্টরির অস্বাস্থ্যকর পরিবেশ ভেজাল ও দূষিত শিশু খাদ্য মিশ্রণ এর অপরাধে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৩ ধারামতে দুটি প্রতিষ্ঠানে ২০ হাজার করে মোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমান আদালত।

পরে উপজেলা করমুডাঙ্গা হতে প্রায় অর্ধলক্ষ টাকার অবৈধ্য কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে ।  মোবাইল কোট পরিচালনায় থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) রজব আলী সঙ্গীও ফোর্স সহ উপস্থিত ছিলেন। 

শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করতে ও জনস্বার্থে ভবিষ্যতে এধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেস ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন ।