গাছ লাগান পরিবেশ বাঁচান, গাঁছ লাগান নগরীর মানুষকে উত্তপ্ত গরম থেকে রক্ষা করুন, এই স্লোগানকে সামনে রেখে রাজশাহী রিপোর্টার্স ইউনিটি’র (আরআরইউ) উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
রবিবার (৩ সেপাটম্বর) বিকালে নগরীর মতিহার থানার অক্ট্রয় মোড় এলাকার নতুন রাস্তার পাশে সরকারী পরিত্যাক্ত স্থানে শতাধিক বিভিন্ন গাছের চারা রোপণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী রিপোর্টার্স ইউনিটির (আরআরইউ) সভাপতি আব্দুল মুগণী নিরো, সিনিয়র সহ-সভাপতি মোঃ মাসুদ রানা রাব্বানী, সাধারণ সম্পাদক মোঃ আবু হেনা মোস্তফা জামান, মঈন উদ্দিন, মাসুদ আলী পুলক, ইফতেখার আলম বিশাল, আকাশ সরকার, সারোয়ার জাহান বিপ্লব, মোঃ মিজানুর রহমান টনি, ইব্রাহিম হোসেন সম্্রাট, শেখ মোঃ রোমেল, মোজাম্মেল হক রনি, আতিকুর রহমান মুন্টু, মোঃ মনিরুল ইসলাম মনি, মামুনুর রহমান, বাবুল, সুমন, রানা, রাহী, জুলেখা, দূর্জয়, আবির শেখ, রয়েল ও এ্যাড. নিজাম উদ্দিন প্রমূখ।