রাজশাহী জেলা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩৪ জনকে গ্রেফতার করেছে।
গতকাল রবিবার রাত থেকে শুরু করে সোমবার ভোর পর্যন্ত চলা অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), মোঃ রফিকলি আলম।
অভিযান চালাকালে জেলা পুলিশ থানা ও ডিবি পুলিশ গোদাগাড়ী মডেল থানা ০৬ জন, তানোর থানা ০৪ জন, মোহনপুর থানা ০২ জন, বাগমারা থানা ০৮ জন, দুর্গাপুর থানা ০২ জন, পুঠিয়া থানা ০২ জন, চারঘাট থানা ০৪ জন ও বাঘা থানা ০৬ জনকে গ্রেফতার করেছে। যার মধ্যে ২০ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ০৮ জনকে মাদকদ্রব্য-সহ ও অন্যান্য অপরাধে ০৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
মাদক মামলায় অভিযুক্তদের কাছ থেকে মোট ৩৪ গ্রাম হেরোইন, ৩৫ বোতল ফেন্সিডিল, ৫০ গ্রাম গাঁজা ও ২৫ পিচ ট্যাফেন্টাডোল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।