০৪ অক্টোবর ২০২৩, বুধবার, ০৯:৩৬:৫৮ অপরাহ্ন


পুঠিয়ায় হেরোইনসহ গ্রেফতার ২
মাসুদ রানা রাব্বানী
  • আপডেট করা হয়েছে : ১৪-০৯-২০২৩
পুঠিয়ায় হেরোইনসহ গ্রেফতার ২ পুঠিয়ায় হেরোইনসহ গ্রেফতার ২


রাজশাহী জেলার পুঠিয়া হতে ১০২ গ্রাম হেরোইনসহ দুইজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ। এসময় ১টি কালো রংয়ের Appache RTR ১৬০cc  মডেলের মোটরসাইকেল জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকাল পোনে ৭টায় পুঠিয়া থানাধীন বানেশ্বর বাজারের ফতেপুরগামী পাকা রাস্তার ওপর থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক কারবারীরা হলো: মোঃ সাব্বির হোসেন (২২) এবং মোঃ আবু সাইদ (৪৫)। মোঃ সাব্বির হোসেন রাজশাহী জেলার চারঘাট থানার শলুয়া গ্রামের মোঃ রবিউল ইসলামের ছেলে এবং মোঃ আবু সাইদ একই জেলার একই থানার মাড়িয়া গ্রামের মৃত ইসরাফিল শাহের ছেলে।

অভিযান পরিচালনা করেন রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সনাতন চক্রবর্তীর নির্দেশে ডিবি’র ইন্সপেক্টর (নিরস্ত্র) মুহাম্মদ রুহুল আমিনের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মোঃ মাহবুব আলম ও সঙ্গীয় ফোর্স।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রফিকুল আলম (ডিএসবি)।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায়, রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন বানেশ্বর বাজারস্থ ফতেপুরগামী পাকা রাস্তার ওপর দুইজন মাদক কারবারী একটি মোটরসাইকেল নিয়ে অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রি করছে। এমন সংবাদের ভিত্তিতে সকাল পোনে ৭টায় সেখানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় মোঃ সাব্বির হোসেনের দেহ তল্লাশি করে তার জিন্স প্যান্টের ডান পকেটের মধ্য হতে একটি সাদা স্বচ্ছ পলিথিনে মুখ বন্ধ অবস্থায় বাদামি বর্ণের গুঁড়া পদার্থ অবৈধ মাদকদ্রব্য হেরোইন ৮২ গ্রাম এবং মোঃ আবু সাইদের দেহ তল্লাশি করে তার পরিহিত লুঙ্গির পিছনে কোমরে গোজানো অবস্থায় একটি সাদা স্বচ্ছ পলিথিনে হেরোইন ২০ গ্রাম উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃত মোঃ সাব্বির হোসেন এবং মোঃ আবু সাইদের বিরুদ্ধে রাজশাহী জেলার পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু হয়েছে।