২৭ Jul ২০২৪, শনিবার, ১১:০৯:০৯ পূর্বাহ্ন


রাজশাহীর কর্ণহারে গাছ থেকে পড়ে দিনমুজুরের মৃত্যু
ইব্রাহীম হোসেন সম্রাট:
  • আপডেট করা হয়েছে : ১৬-০৯-২০২৩
রাজশাহীর কর্ণহারে গাছ থেকে পড়ে দিনমুজুরের মৃত্যু রাজশাহীর কর্ণহারে গাছ থেকে পড়ে এক দিনমুজুরের মৃত্যু


রাজশাহী নগরীতে গাঁছ থেকে পড়ে হেলাল উদ্দিন (৪২) নামের এক দিনমুজুরের মৃত্যু হয়েছে।

শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১টায় নগরীর উপকন্ঠ কর্ণহার থানার নেপালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত হেলাল উদ্দিন ওই এলাকার মৃত সাবের আলীর ছেলে। তিনি দুই সন্তানের জনক।

স্থানীয় মুরাদ ইসলাম জানায়, শনিবার সকালে কর্ণহার থানার নেপালপাড়া গ্রামে জনৈক আলাউদ্দিনের বাড়িতে দিনমুজুর হিসেবে কাজে যান হেলাল উদ্দিন। দুপুর ১টার দিকে গাছ ঝুড়তে তিনি একটি আম গাছে ওঠেন। এ সময় তিনি গাছের উপর থেকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

দিনমুজুর হেলাল উদ্দিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণহার থানার অফিসার ইনচার্জ (ওসি) কোমল কুমার দেবনাথ। তিনি জানান, নিহত দিনমুজুর হেলাল উদ্দিনের মরদেহ রামেক মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে তার পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হবে। এ ব্যপারে থানায় একটি (ইউডি) অপমৃত্যুর মামলা রুজু হয়েছে বলেও জানান ওসি।