২৭ Jul ২০২৪, শনিবার, ০৪:২৪:২৬ অপরাহ্ন


তেলাপিয়া মাছ খেয়ে দুই হাত-পা হারালেন মহিলা
আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১৮-০৯-২০২৩
তেলাপিয়া মাছ খেয়ে দুই হাত-পা হারালেন মহিলা ফাইল ফটো


তেলাপিয়া মাছ খেয়ে বিপত্তি। কোমায় গিয়েও কোনও মতে প্রাণ ফিরে পেলেন এক মহিলা। তবে বাদ পড়ল তাঁর দুই হাত, দুই পা। ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে ক্যালিফোর্নিয়ায়।

প্রায় এক মাস হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে বেঁচে ফিরেছেন ৪০ বছরের লরা বারাজাস। পরিবার সূত্রে জানা গিয়েছে, সান জোসের লোকাল মার্কেট থেকে কেনা তেলাপিয়া মাছ খেয়েই অসুস্থ হয়ে পড়েন তিনি।

বাড়িতে ওই মাছ তিনি রান্না করেন নিজের জন্য। তেলাপিয়া মাছ থেকে ব্যাকটেরিয়া সংক্রমণ হয়েই গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

শ্বাসকষ্টের সমস্যা নিয়ে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। ক্রমেই তাঁর শারীরিক অবস্থার অবনতি নয়। কিডনি বিকল হয়ে যায়। পায়ের পাতা, হাত, ঠোঁট কালো হয়ে যায়। শরীরে সেপসিস দেখা দেয়। বৃহস্পতিবার অস্ত্রোপচারের পর তাঁর হাত, পা বাদ চলে যায়।