১২ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ১১:২০:৫৫ অপরাহ্ন


কে জিতবে ব্যালন ডি’অর, আগেই জানেন মার্টিনেজ!
ক্রীড়া ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১৮-০৯-২০২৩
কে জিতবে ব্যালন ডি’অর, আগেই জানেন মার্টিনেজ! ছবি: সংগৃহীত


২০২২–২৩ মৌসুমের ব্যালন ডি’অর জয়ীর নাম ঘোষণা করা হবে ৩০ অক্টোবর। এরই মধ্যে ৩০ জনের তালিকা প্রকাশ করা হয়েছে। যেখানে মূল লড়াইটা ধারণা করা হচ্ছে লিওনেল মেসি ও আর্লিং হলান্ডের মধ্যে। তবে এখনই নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না। অথচ এমিলিয়ানো মার্টিনেজের জবাব শুনলে মনে হবে এটা কোনো প্রশ্নই নয়। যেন তিনি আগে থেকেই জানেন এই পুরস্কার কার হাতে উঠছে। 

৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় মার্টিনেজ নিজেও আছেন। তবে নিজেকে নিয়ে খুব একটা ভাবছেন না তিনি। গতকাল ইংলিশ প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলার ম্যাচের পর বিবিসির ‘ম্যাচ অব দ্য ডে’র মুখোমুখি হন মার্টিনেজ। সেখানে তাকে ব্যালন ডি’অরের সম্ভাব্য জয়ী নিয়ে প্রশ্ন করা হয়।

বিবিসিকে তিনি বলেন, ‘আমি তালিকায় থাকতে পেরেই গর্বিত। বিশ্বকাপ জেতার পর এটা আমার এবং আমার পরিবারের জন্য গর্বের মুহূর্ত। বিশ্বকাপে আমি গোল্ডেন গ্লাভস জিতেছি। আমার অভিযান ওখানেই পরিপূর্ণ হয়ে গেছে।’

মার্টিনেজ পুরস্কারের জন্য মনোনীত হয়েই খুশি। তাহলে জয়ী হিসেবে কাকে দেখছেন? ‘এটা কে না জানে’ ভঙ্গিতে মার্টিনেজের জবাবটা ছিল এমন, ‘আমরা জানি কে ব্যালন ডি’অর জিতবে। আমার সতীর্থ মেসি।’