২৪ সেপ্টেম্বর ২০২৩, রবিবার, ০২:৩১:৩৭ পূর্বাহ্ন


মাদ্রাসা ছাত্রকে নির্যাতন ও হত্যা মামলার প্রধান আসামী রিদুয়ানুল হক গ্রেফতার
স্টাফ রিপোর্টার :
  • আপডেট করা হয়েছে : ১৯-০৯-২০২৩
মাদ্রাসা  ছাত্রকে নির্যাতন ও হত্যা মামলার প্রধান আসামী রিদুয়ানুল হক গ্রেফতার মাদ্রাসা ছাত্রকে নির্যাতন ও হত্যা মামলার প্রধান আসামী রিদুয়ানুল হক গ্রেফতার


চট্টগ্রামের চকবাজারে মাদ্রাসা পড়ুয়া ছাত্রকে শারীরিক নির্যাতন ও হত্যা মামলার প্রধান আসামী রিদুয়ানুল হককে (৩২) গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

রবিবার (১৮ সেপ্টেম্বর) কক্সবাজার জেলার চকরিয়া থানাধীন বমুবিলছড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতার রিদুয়ানুল হক, সে চট্টগ্রাম জেলার চকরিয়া থানার পূর্ব চরণদ্বীপ এলাকার বদিউল আলমের ছেলে।

সোমবার র‌্যাব-৭, চট্টগ্রামের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাব জানায়, নিহত শাবিব শাইয়ান (১১) চট্টগ্রামের চকবাজার থানাধীন মেহেদীবাগস্থ একটি মাদ্রসার হেফ্জ বিভাগের ছাত্র। প্রতিদিনের ন্যায় গত (১৩ মার্চ) সকাল ৬টায় শাবিব শাইয়ান’কে তার বাবা মশিউর রহমান চৌধুরী বাসা থেকে মাদ্রাসায় দিয়ে আসেন। এদিন রাত ৯টায় ছেলেকে মাদ্রাসা থেকে বাসায় নিয়ে যাওয়ার জন্য মাদ্রাসার গেইটের সামনে উপস্থিত হলে মাদ্রাসার প্রধান শিক্ষক মোঃ ফোরকান মোবাইল ফোনে জানায় তার ছেলে মাদ্রাসার ৪র্থ তলায় অবস্থিত বাথরুমে গিয়েছে। বাথরুম থেকে ফিরতে দেরি হওয়ায় মাদ্রাসার অন্যান্য শিশু শিক্ষার্থীরা নিহত শাবিব শাইয়ান’কে অনেক ডাকাডাকি করে কোন সাড়াশব্দ না পেয়ে মাদ্রাসায় উপস্থিত শিক্ষকদেরকে জানায়। এ সময় শিক্ষক রিদুয়ানুল হক শিক্ষার্থীদের নিয়ে বাথরুমের দরজা ভেঙ্গে দেখতে পান ছাত্র শাবিব শাইয়ান তার পরিহিত প্যান্টের বেল্ট গলায় দিয়ে বাথরুমের টাওয়াল স্ট্যান্ডের সাথে ঝুলন্ত অবস্থায় রয়েছে। শিক্ষার্থীরা শাবিব শাইয়ানের মুমূর্ষ অবস্থার কথা তার বাবা মশিউর রহমান চৌধুরীকে জানায়। খবর পেয়ে মশিউর রহমান চৌধুরী দ্রুত মাদ্রাসার ৪র্থ তলায় ঘটনাস্থলে গিয়ে শিক্ষক রিদুয়ানুল হক ও অন্যান্য শিক্ষার্থীদের সহযোগীতায় শাবিশাইয়ান’কে ঝুলন্ত অবস্থা হতে উদ্ধার করে নিকটস্থ মাক্স হাসপাতাল নিয়ে যায়। হাসপাতালে ডাক্তারী পরীক্ষা নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক ভিকটিমকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু ভিকটিম শাবিব শাইয়ান’কে মৃত ঘোষণা করেন। ওই নৃশংস হত্যাকান্ডটি চট্টগ্রামসহ সারাদেশের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।

হত্যার ঘটনায় গত (১৬ মার্চ) নিহত ছাত্রের পিতা মশিউর রহমান চৌধুরী বাদী হয়ে চট্টগ্রাম মহানগরীর চকবাজার থানায় ৩ জনকে এজাহার নামীয় আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।  যার মামলার নং-০৮, তারিখ ১৬ মার্চ ২০২৩ ইং ধারা-৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০।

মামলা রুজু হওয়ার পর চট্টগ্রাম জেলার চকবাজার থানা পুলিশ ঘটনার সাথে জড়িত ২ জনকে আসামী’কে আটক করলেও হত্যার সাথে জড়িত প্রধান আসামী এবং হত্যার রহস্য উদঘাটনের জন্য র‌্যাব-৭, চট্টগ্রাম ব্যাপক গোয়েন্দা নজরদারী ও ছায়া তদন্ত অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৭, চট্টগ্রাম বিশেষ গোয়েন্দা সূত্রে জানতে পারে যে, হত্যা মামলার এজাহার নামীয় প্রধান আসামী রিদুয়ানুল হক কক্সবাজার জেলার চকরিয়া থানাধীন বমুবিলছড়ি এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে রবিবার (১৮ সেপ্টেম্বর) বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামী রিদুয়ানুল হক গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে হত্যাকান্ডের সাথে সরাসির জড়িত থাকার কথা জিজ্ঞাসাবাদে স্বীকার করে।

উল্লেখ্য, ছাত্র হত্যাকান্ডের ঘটনাটি মাদ্রাসা কর্তৃপক্ষ আত্মহত্যা বলে দাবি করলেও পরবর্তীতে লাশের ময়না তদন্তে নিহত ভিকটিমের শরীরের বিভিন্ন অংশে আঘাতের প্রমান পাওয়া যায় এবং অনৈতিকভাবে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপনের আলামত পাওয়া যায়। 

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।