২৭ Jul ২০২৪, শনিবার, ০৩:৫২:০৬ অপরাহ্ন


ট্রেনে কাটা পড়ে অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যের মৃত্যু
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১৯-০৯-২০২৩
ট্রেনে কাটা পড়ে অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যের মৃত্যু ফাইল ফটো


কুমিল্লার লাকসামে ট্রেনে কাটা পড়ে হুমায়ুন আহমেদ (৭০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকালে সাগরিকা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ফতেহপুর কান্দিরপাড় এলাকায় তার মৃত্যু হয়।

নিহত হুমায়ুন আহমেদ লাকসাম উপজেলার ফতেহপুর গ্রামের মৃত মোখলেছুর রহমানের ছেলে। তিনি অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য ছিলেন।

লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিকেল ৪টার দিকে ফতেহপুর কান্দিরপাড় এলকায় রেললাইনের পাশে একটি দোকানে চা খেয়ে বাড়ি ফেরার পথে চাঁদপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সাগরিকা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে হুমায়ুন আহমেদ ঘটনাস্থলেই মারা যান। পরে মরদেহ উদ্ধার করেছে চাঁদপুর রেলওয়ে পুলিশ।

আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে নিহতের মৃহদেহ হস্থান্তর করা হবে বলেও জানান তিনি।