১৯ মে ২০২৪, রবিবার, ০২:০৩:৪৭ অপরাহ্ন


৭ ঘণ্টার টানা বৈঠকের পর স্পেনের হয়ে খেলতে রাজি মহিলা ফুটবলাররা
ক্রিড়া ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ২০-০৯-২০২৩
৭ ঘণ্টার টানা বৈঠকের পর স্পেনের হয়ে খেলতে রাজি মহিলা ফুটবলাররা ৭ ঘণ্টার টানা বৈঠকের পর স্পেনের হয়ে খেলতে রাজি মহিলা ফুটবলাররা


অবশেষে স্প্যানিশ ফুটবলে অচলাবস্থা কাটল। দীর্ঘ সাতঘণ্টা বৈঠকের পর অবশেষে বরফ গলল। সাত ঘণ্টার বেশি সময় আলোচনার পর স্পেনের হয়ে খেলতে রাজি হয়েছেন মহিলা দলের বেশিরভাগ খেলোয়াড়। সূত্রের খবর, ২৩ সদস্যের দলের মধ্যে থেকে ২১ জন উয়েফা নেশনস লিগের পরবর্তী দুই ম্যাচে খেলতে সম্মতি জানিয়েছেন। তবে দু’জন এখনও খেলতে প্রস্তুত নন বলে অনুশীলন ক্যাম্প ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আর এই ঘটনার মাধ্যমে স্প্যানিশ ফুটবলে গত কয়েক সপ্তাহ ধরে চলতে থাকা সমস্যার সমাধান হল।

সূচি অনুযায়ী, আগামী শুক্রবার সুইডেন ও মঙ্গলবার সুইজারল্যান্ডের বিপক্ষে খেলবে স্পেনের মহিলা জাতীয় ফুটবল দল। 

উল্লেখ্য, স্পেনের ফুটবল ফেডারেশন আরএফইএফে বেশ কিছু পরিবর্তনের দাবি তুলেছিলেন ওই ফুটবলাররা। সেই দাবি পূরণ না হওয়া পর্যন্ত জাতীয় দলে খেলা বয়কট করেছিলেন ৩৯জন ফুটবলার। যার মধ্যে স্পেনের সামনের দুই ম্যাচের ঘোষিত দলের সদস্যরাও ছিলেন। সূত্রের খবর, মঙ্গলবার রাতে ভ্যালেন্সিয়ার একটি হোটেলে এই অচলাবস্থা কাটাতে বৈঠকে বসেন খেলোয়াড়, ফেডারেশনের কর্মকর্তা, জাতীয় ক্রীড়া পরিষদ ও নারী ফুটবলারদের ইউনিয়ন ফুটপ্রো। প্রায় সাত ঘণ্টার বেশি সময় ধরে রুদ্ধদ্বার বৈঠকের পর সব পক্ষ একটি সিদ্ধান্তে একমত হয়। 

এরপর সেই বৈঠক থেকে বের হয়ে জাতীয় ক্রীড়া পরিষদের প্রেসিডেন্ট ভিক্টর ফ্রাঙ্কোস ফুটবলারদের বয়কট প্রত্যাহারের কথা জানিয়ে বলেন, ফুটবলারদের দাবি মেনে ফেডারেশন দ্রুত পরিবর্তন আনার প্রতিশ্রুতি দিয়েছে। সব পক্ষের সম্মতিতে বুধবার একটি চুক্তি সই হবে। এছাড়াও আরএফইএফ, সিএসডি এবং খেলোয়াড়দের নিয়ে একটি যৌথ কমিশন হবে। ফুটবলাররা আমাদের দেশের গৌরব। তাঁদের সমস্যা, উদ্বেগ কাটাতে ফেডারেশন বদ্ধপরিকর।’