২০ এপ্রিল ২০২৪, শনিবার, ০৪:২৩:৪৬ অপরাহ্ন


সাপাহারে ডাসকো টেকসই পরিকল্পনা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
হাফিজুল হক, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০৮-০৩-২০২২
সাপাহারে ডাসকো টেকসই পরিকল্পনা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত সাপাহারে ডাসকো টেকসই পরিকল্পনা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত


নওগাঁর সাপাহারে ডাসকোর মা ও শিশু স্বাস্থ্য সেবার মান উন্নয়ন এবং প্রকল্পের অন্তর্গত পদক্ষেপ সমূহের সমাপ্তি ও স্থানীয় বিষয়ে উপজেলা পর্যায়ে'টেকসই পরিকল্পনা’ শীর্ষক  কর্মশালা ২০২২ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ মার্চ) বেলা ১২টায় উপজেলা হল রুমে ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে উপজেলা  নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুনের সভাপতিত্বে উপজেলা পর্যায়ে ফীর প্রকল্প প্রজেক্ট স্থানীয় কর্তৃপক্ষ  প্রতিনিধিদের সাথে পরিকল্পনা সমাপ্তি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল।

পরিকল্পনা গ্রহন মূলক এই কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা.মু রুহুল আমিন,পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর রহমান,  ডাসকো ফাউন্ডেশন প্রকল্প ব্যবস্থাপক মোঃ তোজাম্মেল হক 

এ সময় ডাসকো ফাউন্ডেশনের ডিএও  মোঃ সোহেল রানার এর উপস্থাপনায়  ম্যানেজার ক্যাপাসিটি বিল্ডিং ইসরাত জাহান সহ উপজেলার সকল ইউপি চেয়ারম্যানগণ স্বাস্থ্যবিভাগের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি ডাসকো ফাউন্ডেশন এর অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

রাজশাহীর সময় /এএইচ