১৯ মে ২০২৪, রবিবার, ০৬:২১:৫০ পূর্বাহ্ন


অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে সিরিজের প্রথম ম্যাচ জিতল ভারত
ক্রিড়া ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ২৩-০৯-২০২৩
অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে সিরিজের প্রথম ম্যাচ জিতল ভারত অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে সিরিজের প্রথম ম্যাচ জিতল ভারত


সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে পাঁচ উইকেটে হারিয়ে জিতল ভারত। অনবদ্য ছয় হাঁকিয়ে খেলা শেষ করলেন অধিনায়ক কে এল রাহুল।

এদিন টসে জিতে অস্ট্রেলিয়া ব্যাট করতে পাঠান রাহুল। প্রথমে ব্যাট করে ২৭৬ রান তুলেছিল অস্ট্রেলিয়া। ডেভিড ওয়ার্নার করেছিলেন ৫২ রান। স্টিভ স্মিথ ৪১ রান করেন। আর উইকেট কিপার ইংলিস করেছেন ৪৫ রান। অস্ট্রেলিয়ার বড় রান তোলার দৌড় অনেকটাই থামিয়ে দেন মহম্মদ শামি। ৫১ রান দিয়ে ৫টি উইকেট নিয়েছেন শামি।  

কোহলি, রোহিত শর্মারা বিশ্রামে থাকায় ইনিংসের প্রথম এই ম্যাচে ২৭৭ রানের টার্গেট নিয়ে ক্রীড়া বিশেষজ্ঞদের মনে দোলাচল ছিলই। তবে ওপেনিংয়ে নেমেই সকলের সেই ধারণা ক্রমশঃ বদলে দিতে শুরু করেন ও রুতুরাজ গায়কোয়াড়। দুই ওপেনারের বিধ্বংসী ব্যাটিংয়ের দৌলতে ভারতের ঝুলিতে দ্রুত চলে আসে ১৪২ রান।

জয় প্রায় হাতের নাগালে বলে যখন ভারতের ক্রিকেট ভক্তরা ধরে নিতে বসেছিলেন ঠিক তখনই একের পর এক উইকেট চলে যাওয়ায় রীতিমতো চাপে পড়ে যায় টিম ইন্ডিয়া। স্কোর বোর্ডে ততক্ষণে জ্বলজ্বল করছে ভারতের চার উইকেট খোয়ানোর বিষয়টি। ক্রিজে লোকেশ রাহুল ও সূর্য কুমার যাদব। দু’জনের যুগলবন্দি ব্যাটিং অবশ্য ফের ধীরে ধীরে চালকের আসনে বসিয়ে দেয় ভারতকে। অনবদ্য ছয় হাঁকিয়ে খেলা শেষ করেন অধিনায়ক কে এল রাহুল। 

ফলে বিশ্বকাপ। অভিযান শুরুর আগে মোহালিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে ৫ উইকেট জিতে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত।