২৭ Jul ২০২৪, শনিবার, ১১:৫০:২২ পূর্বাহ্ন


মোহাম্মদপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল যুবকের
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২৩-০৯-২০২৩
মোহাম্মদপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল যুবকের সংগৃহিত ছবি


রাজধানীর মোহাম্মদপুরের বসিলা এলাকায় দ্রুতগতির ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং অটোরিকশায় থাকা চালকসহ আরও চার যাত্রী গুরুতর আহত হয়েছেন। 

শনিবার সকাল ৭টায় বসিলা ব্রিজেরজের ঢাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম- মো. সেলিম (৩০)। তিনি কেরানীগঞ্জ আটি বাজার এলাকার বাসিন্দা।

আহতরা হলেন—সালমা আক্তার (২২), মারফিয়া আক্তার (১৮), মারুফা বেগম (৪২), রানী বেগম (৪০) ও অটোরিকশা চালক ইয়ার হোসেন (৪২)। আহত যাত্রীরা সবাই কেরানীগঞ্জের আটিবাজার এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, সকাল ৭টায় কেরানীগঞ্জগামী একটি অটোরিকশা বসিলা ব্রিজ হয়ে মোহাম্মদপুরের দিকে যাচ্ছিল। এ সময় দ্রুতগামী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই একজন নিহত হন। সিএনজিতে থাকা আরও পাঁচজন গুরুতর আহত হলে তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

ঘটনার পরপরই ট্রাকের ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়। 

মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুল হক ভূঞা জানান, এ ঘটনায় একজন নিহত হয়েছে এবং আরও বেশ কয়েকজন আহত অবস্থায় হাসপাতালে চিকিত্সাধীন আছেন। আমরা ট্রাকটি জব্দ করেছি। ট্রাকের চালককে আটকের চষ্টো চলছে।