০৮ ডিসেম্বর ২০২৩, শুক্রবার, ০৪:২১:২৮ অপরাহ্ন


রাজশাহী জেলা পুলিশের অভিযানে গ্রেফতার ১৭
স্টাফ রিপোর্টার :
  • আপডেট করা হয়েছে : ২৩-০৯-২০২৩
রাজশাহী জেলা পুলিশের অভিযানে গ্রেফতার ১৭ রাজশাহী জেলা পুলিশের অভিযানে গ্রেফতার ১৭


রাজশাহী জেলা পুলিশের অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ১৭ জনকে গ্রেফতার করেছে।

শনিবার দিনগত রাত থেকে শুরু করে রবিবার ভোর পর্যন্ত চলা অভিযানে তাদের গ্রেফতার করা হয়। 

শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের মূখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ রফিকুল আলম।

অভিযান চলাকালে রাজশাহী জেলার থানা ও ডিবি পুলিশের অভিযানে গোদাগাড়ী মডেল থানা ০৫ জন, তানোর থানা ০৫ জন, মোহনপুর থানা ০৩ জন, বাগমারা থানা ০১ জন, দুর্গাপুর থানা ০১ জন, চারঘাট থানা ০১ জন ও বাঘা থানা ০১ জনকে গ্রেফতার করেছে। যার মধ্যে ১৩ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ০৪ জনকে মাদকদ্রব্য-সহ গ্রেফতার করা হয়েছে। মাদক মামলায় অভিযুক্তদের কাছ থেকে ৩০০ লিটার দেশিয় চোলাইমদ উদ্ধার করা হয়েছে। 

গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।