১৪ সেপ্টেম্বর ২০২৪, শনিবার, ০১:৫৮:২৮ পূর্বাহ্ন


ফরিদপুরে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৪-১০-২০২৩
ফরিদপুরে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু ফাইল ফটো


ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা) ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৬৪ জনে। আর গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৪৪ জন জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তিরা হলেন- মাগুরার শ্রীপুর উপজেলার ঘাসিয়ারা গ্রামের জুয়েল মোল্লার স্ত্রী সেফালী (৩০), চরমালাইনগর গ্রামের কার্তিকের ছেলে অনিক (১৬) ও ফরিদপুরের মধুখালী উপজেলার গোপালপুর গ্রামের আবদুল মালেকের স্ত্রী সালেহা (৫০)।

ফরিদপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ১৩ হাজার ২৮১ জন। এর মধ্যে ১২ হাজার ৩৬৭ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৮৫০ জন।

ফরিদপুরের সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান বলেন, ফরিদপুরের ডেঙ্গু পরিস্থিতি এখনো খারাপ অবস্থার মধ্যে রয়েছে। প্রায় প্রতিদিনই আক্রান্ত রোগীদের মৃত্যু হচ্ছে।

তিনি আরও বলেন, এখনো মানুষ ডেঙ্গুকে সিরিয়াসভাবে নেননি। এজন্য ডেঙ্গু আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে তারা হাসপাতালে আসছে না। দেরিতে হাসপাতালে আসায় জটিলতা বেড়ে যাওয়ার ফলে আমাদের শেষ মুহূর্তে তেমন কিছু করার সুযোগ থাকে না। এজন্য এই সংকটময় সময়ে সবাইকে সতর্ক হতে হবে।