০৮ ডিসেম্বর ২০২৪, রবিবার, ১০:৪৯:০৭ অপরাহ্ন


গোদাগাড়ীতে ২০০ গ্রাম হেরোইন-সহ মাদক কারবারি গ্রেফতার
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
  • আপডেট করা হয়েছে : ০৪-১০-২০২৩
গোদাগাড়ীতে ২০০ গ্রাম হেরোইন-সহ মাদক কারবারি গ্রেফতার গোদাগাড়ীতে ২০০ গ্রাম হেরোইন-সহ মাদক কারবারি গ্রেফতার


রাজশাহীর গোদাগাড়ীতে ২০০ গ্রাম হেরোইন-সহ মোঃ শহিদুল ইসলাম (৩৫) নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ।

মঙ্গলবার (৩ অক্টোবর) রাত ১০টায় গোদাগাড়ী থানাধীন ডাইংপাড়া মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতার মোঃ শহিদুল ইসলাম (৩৫), সে রাজশাহী জেলার গোদাগাড়ী থানার চর বয়ারমারী গ্রামের মৃত ইলিয়াস আলীর ছেলে। 

বুধবার (৪ অক্টোবর)  বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন, রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ রফিকুল আলম।

এ ব্যপারে গ্রেফতার মাদক কারবারীর বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু হয়েছে।