২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ১২:১৭:৫৯ অপরাহ্ন


পত্নীতলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
শামীম আক্তার চৌধুরী প্রিন্স, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১০-০৩-২০২২
পত্নীতলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত পত্নীতলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত


জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস/২০২২ উদযাপন উপলক্ষে পত্নীতলায় উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থপনা ও ত্রান মন্ত্রনালয়ের সহযোগীতায় বৃহষ্পতিবার একটি বর্ণাঢ্য র‌্যালী উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃক ভূমিকম্প ও অগ্নিকান্ড সচেতনতা বৃদ্ধি বিষয়ক এক মহড়া এবং উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

“মুজিব বর্ষের সফলতা দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা” এবারে এই প্রতিপাদ্য নিয়ে সহকারী কমিশনার ভূমি পত্নীতলার রাশেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফফার।

সভায় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ (রাহাদ), মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা মনোরঞ্জন পাল, যুব কর্মকর্তা আলম আলী, ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স পত্নীতলার স্টেশন মাস্টার রায়হান ইসলাম শিহাব, কৃষ্ণপুর ইউপির চেয়ারম্যান নজরুল ইসলাম, পত্নীতলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলহাজ্ব মনিবুর রহমান গোল্ডেন, এসআই বিজন, ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ, অন্যান্য কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সূধীজন প্রমূখ।

রাজশাহীর সময় /এএইচ