১৫ মে ২০২৪, বুধবার, ১০:৫৭:৫৯ পূর্বাহ্ন


বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে ফুলবাড়ীতে শেখ রাসেল দিবস পালন
কংকনা রায়, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১৮-১০-২০২৩
বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে ফুলবাড়ীতে শেখ রাসেল দিবস পালন বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে ফুলবাড়ীতে শেখ রাসেল দিবস পালন


‘শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে শেখ রাসেল দিবস পালন করা হয়েছে।

বুধবার (১৮ অক্টোবর) উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল সাড়ে ৯ টায় উপজেলা পরিষদ চত্বরে অস্থায়ী শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, ফায়ার সার্ভিস, নেসকো, পল্লী বিদ্যুৎসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তর।

পুষ্পস্তবক অর্পণ শেষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে উপজেলা কনফারেন্স কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) জাফর আরিফ চৌধুরী।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হুদা, উপজেলা কৃষি কর্মকর্তা রুম্মান আক্তার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা এছার উদ্দিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোসাম্মৎ হাসিনা ভূঁইয়া, থানার পরিদর্শক (ওসি তদন্ত) শফিকুল ইসলাম।

এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেতদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস, কাজীহাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানিক রতন, খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক, সুজাপুর মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় চক্রবর্ত্তী, বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ইন্সটিটিউটের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, ফুলবাড়ী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও আমরা করব জয় সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ও সভাপতি প্লাবন শুভ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর আলম, আনসার ভিডিপি কর্মকর্তা রীতা রায়, মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা মন্ডল, যুব উন্নয়ন কর্মকর্তা মো. মনিরুজ্জামান, ফায়ার কর্মকর্তা মো. আব্দুল্লাহ প্রমুখ।

শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, বেসরকারি সংস্থা, সুজাপুর মডেল সরকারি উচ্চ বিদ্যালয় এবং বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ইন্সটিটিউটের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ অংশ নেন।