১৫ মে ২০২৪, বুধবার, ০৭:২৮:০৯ অপরাহ্ন


বরিশালে ডেঙ্গুতে আরও ২ মৃত্যু
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১৮-১০-২০২৩
বরিশালে ডেঙ্গুতে আরও ২ মৃত্যু ফাইল ফটো


বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ২৮৩ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।

বুধবার (১৮ অক্টোবর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর বরিশালের উপ-পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

মৃতরা হলেন- বরিশাল নগরীর ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা লিটন মুন্সি (৪০) ও জেলার উজিরপুর উপজেলার ডাবেরকুল গ্ৰামের অভিনাশ (৪৩)। তারা দুজনেই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, চলতি বছর এখন পর্যন্ত বরিশালের বিভিন্ন সরকারি হাসপাতালে ৩০ হাজার ৬৬ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়েছেন ২৯ হাজার ৯৮৮ জন। মারা গেছেন ১৩৪ জন ডেঙ্গু রোগী। এর মধ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ৯৮ জন ও বরিশাল জেনারেল হাসপাতালে দুজনের মৃত্যু হয়েছে। এছাড়া ভোলা সদর হাসপাতালে ৯ জন, বরগুনা সদর হাসপাতালে পাঁচজন, পিরোজপুর সদর হাসপাতালে ১২ জন ও পটুয়াখালীর দুই হাসপাতালে সাতজন ও ঝালকাঠি হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরিশালে ৮৭, পটুয়াখালীতে ৫৩ জন, পিরোজপুরে ৭১ জন, ভোলায় ৩৩ জন, বরগুনায় ৩৪ জন ও ঝালকাঠিতে পাঁচজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।