১৫ মে ২০২৪, বুধবার, ০৯:১৭:১৬ পূর্বাহ্ন


শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফুলবাড়ীতে ৬৫টি পূজা মন্ডপে জিআর চাল বিতরণ
কংকনা রায়, ফুলবাড়ী প্রতিনিধি:
  • আপডেট করা হয়েছে : ১৮-১০-২০২৩
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফুলবাড়ীতে ৬৫টি পূজা মন্ডপে জিআর চাল বিতরণ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফুলবাড়ীতে ৬৫টি পূজা মন্ডপে জিআর চাল বিতরণ


শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের ফুলবাড়ীতে ৬৫ টি পূজা মন্ডপের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দপ্রাপ্ত জি.আর চাল বিতরণ করা হয়েছে।

বুধবার (১৮ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত জি.আর চাল বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) জাফর আরিফ চৌধুরী।

এতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাফিউল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক গণশিক্ষামন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার এমপি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন, ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, বেতদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস, কাজীহাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানিক রতন, খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান, উপজেলা শাখা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব প্রধান শিক্ষক ধীমান চন্দ্র সাহা প্রমুখ।

পরে আনুষ্ঠানিকভাবে ৬১ টি দুর্গাপূজা মন্ডপ ও ৪টি বাসন্তিপূজা মন্ডপের সভাপতি/সাধারণ সম্পাদকের হাতে জি.আর চাল তুলে দেন অনুষ্ঠানের অতিথি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক গণশিক্ষামন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।