০৯ মে ২০২৪, বৃহস্পতিবার, ০২:৫৩:১৩ পূর্বাহ্ন


কুমিল্লায় দাঁড়িয়ে থাকা অটোরিকশায় ধাক্কা দিয়ে বাস খালে, নিহত ৩
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১৯-১০-২০২৩
কুমিল্লায় দাঁড়িয়ে থাকা অটোরিকশায় ধাক্কা দিয়ে বাস খালে, নিহত ৩ কুমিল্লায় দাঁড়িয়ে থাকা অটোরিকশায় ধাক্কা দিয়ে বাস খালে, নিহত ৩


কুমিল্লায় দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশায় বাসের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে বাসের ৮-১০ জন আহত হন।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার ছান্দ্রা রাস্তার মুখে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- দাউদকান্দি উপজেলার বারোপাড়া এলাকার মৃত রেনু মিয়ার স্ত্রী ফজিলাতুন্নেছা (৬৫), উত্তর পেন্নাই এলাকার মৃত আব্দুর রশিদ হাজারীর স্ত্রী রুসিয়া বেগম (৬৫) ও বারোপাড়া এলাকার আব্দুল আহাদ সরকারের স্ত্রী সুমাইয়া (২৫)।

দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করেন। 

স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, বিকেলে মহাসড়কের দাউদকান্দির ছান্দ্রা রাস্তার মুখে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশাকে বেপরোয়া গতিতে আসা একটি যাত্রীবাহী বাস এসে সজোরে ধাক্কা দেয়। এ সময় অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। বাসটি রাস্তার পাশের খালে পড়ে যায়। পরে অটোরিকশায় থাকা তিন যাত্রী ও বাসের ১০-১২ জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই তিন যাত্রীকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় কয়েকজনকে ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।