২৭ Jul ২০২৪, শনিবার, ১১:২১:৪৭ পূর্বাহ্ন


গাজায় ইসরাইলি বোমবর্ষণ অব্যাহত, নিহত বেড়ে ৩৭০০
আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ২০-১০-২০২৩
গাজায় ইসরাইলি বোমবর্ষণ অব্যাহত, নিহত বেড়ে ৩৭০০ ইসরাইলি বিমান হামলার পর উত্তর গাজায় ধোঁয়া উড়ছে। ছবি: সংগৃহীত


ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলের বিমান হামলা অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ৩০৭ জন নিহত হয়েছেন। এ নিয়ে গাজায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৭৮৫ জন।

শুক্রবার (২০ অক্টোবর)  জাতিসংঘের বরাত দিয়ে আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
 
প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে কমপক্ষে ১ হাজার ৫২৪ জন শিশু ও ১ হাজার ৪৪৪ জন নারী রয়েছে। এছাড়া ইসরাইলের হামলায় আহত হয়েছেন সাড়ে ১২ হাজারের বেশি ফিলিস্তিনি।
 
গাজার আবাসন মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলি বোমাবর্ষণে গাজা উপত্যকার ৩০ শতাংশ ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে নয়তো ক্ষতিগ্রস্ত হয়েছে।
 
গাজায় বাস্তুচ্যুত মানুষের সংখ্যা এরইমধ্যে ১০ লাখ ছাড়িয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। তাদের মধ্যে ৫ লাখ ২৭ হাজার ৫০০ এর বেশি মানুষ জাতিসংঘ পরিচালিত ১৪৭টি আশ্রয়কেন্দ্রে উঠেছেন।
 
৭ অক্টোবর হামাস ও ইসরাইলের মধ্যে সংঘাত শুরুর পর গাজা উপত্যকায় সর্বাত্মক অবরোধ দিয়েছে ইসরাইল। এ অবস্থায় সেখানে জ্বালানি, পানি ও অন্যান্য সরবরাহ বন্ধ রয়েছে। ফলে সেখানকার বাসিন্দারা বাধ্য হয়ে ‘অনিরাপদ উৎস’ থেকে পানি গ্রহণ করছে, যেটি তাদের জন্য মৃত্যুর ঝুঁকি ও সংক্রামক রোগের প্রাদুর্ভাবের ঝুঁকিতে ফেলেছে।

জাতিসংঘ জানিয়েছে, সংঘাত শুরুর পর ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের হাতে ২০৩ ইসরাইলি ও বিদেশি নাগরিক আটক হয়েছে। এছাড়া হামাসের হামলায় ১ হাজার ৪০০ জনের বেশি ইসরাইলি নাগরিক নিহত হয়েছেন।