২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ০৫:০০:০৬ অপরাহ্ন


টাঙ্গাইলে গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার ২, ট্রাক জব্দ
আবু হেনা
  • আপডেট করা হয়েছে : ১২-০৩-২০২২
টাঙ্গাইলে গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার ২, ট্রাক জব্দ টাঙ্গাইলে গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার ২, ট্রাক জব্দ


টাঙ্গাইলের মির্জাপুরে ৬২ কেজি গাঁজাসহ দু্ইজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২। এসময় মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ১টি ট্রাকট্রাক জব্দ করা হয়।

শনিবার (১২ মার্চ) দুপুর সাড়ে ১২টায় মির্জাপুর থানাধীন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নাসির গ্লাসওয়্যার এন্ড টিউব ইন্ডাস্ট্রিজ এর পশ্চিম পার্শ্বে প্রত্যাশা হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে থেকে তাদেরকে গ্রেফতার কার হয়।

গ্রেফতারকৃত আসামীরা হলো: সাতক্ষীরা জেলার কলারোয়া থানাধীন কোমরপুর গ্রামের মোঃ রবিউল ইসলামের ছেলে মোঃ জাহাঙ্গীর আলম(৩৭) ও একই জেলার সাতক্ষীরা থানাধীন গোবিন্দকাঠি গ্রামের মোঃ মনসুর আলীর ছেলে মোঃ রবিউল ইসলাম(৫০)।

অভিযান পরিচালনা করেন র‌্যাব-১২ এর সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল। 

র‌্যাব জানায় এই মাদক কারবারীরা দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে টাঙ্গাইল জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।

গ্রেফতারকৃত মাদক কারবারীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণীর ১৯(গ)/৩৮/৪১ ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাহাদেরকে টাঙ্গাইল জেলার মির্জাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

রাজশাহীর সময়/এএইচ