১৫ মে ২০২৪, বুধবার, ০৭:৩৩:৪২ অপরাহ্ন


অভিযানে নৌপুলিশের ওপর জেলেদের হামলা
অনলাইন ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ২১-১০-২০২৩
অভিযানে নৌপুলিশের ওপর জেলেদের হামলা অভিযান চলাকালীন সময়ে নৌপুলিশের ওপর হামলা চালানো হয়। ছবি: সংগৃহীত


চাঁদপুরের পদ্মা নদীর রাজরাজেশ্বর এলাকায় অভিযান চালকালীন সময়ে নৌপুলিশের ওপর হামলা চালিয়েছেন জেলেরা। শনিবার (২১ অক্টোবর) দুপুর ১২টায় পদ্মা নদীর মোল্লাবাজার এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

এসময় জেলেদের ইটের আঘাতে নৌপুলিশের উপ-পরিদর্শক নাজমুল হোসেন আহত হন। একই সঙ্গে আরও দুই পুলিশ সদস্য আহত হয়েছে।

তবে ঘটনাটি অস্বীকার করেছেন নৌপুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান।

তিনি বলেন, অভিযান চালাতে গেলে জেলেদের সঙ্গে এমন বড় ধরনের কোনও ঘটনা ঘটেনি। তবে মাঝে মধ্যে নদীতে ঢিলাঢিলির ঘটনা ঘটে। তেমনই একটি ঘটনা এটি।

জানা যায়, নৌ পুলিশ তিনটি স্পিডবোট নিয়ে আট থেকে দশটি মাছ ধরার নৌকাকে তাড়া করে। এসময় ধাওয়ার মুখে জেলেরা তাদের নৌকায় থাকা ইটের টুকরো ও লগি দিয়ে স্পিডবোটে হামলা করে। একপর্যায়ে দুটি স্পিডবোট নিরাপদে চলে আসলেও একটি স্পিডবোট ক্ষতিগ্রস্ত হয়।
 
গত ১২ অক্টোবর থেকে শুরু হওয়া ২২ দিনের এই নিষেধাজ্ঞা চলবে আগামী ২ নভেম্বর পর্যন্ত। এরমধ্যে চাঁদপুরের পদ্মা ও মেঘনাসহ দেশের উপকূলের ছয়টি অভয়াশ্রম রয়েছে। যেখানে প্রজনন মৌসুমে মা ইলিশ ডিম ছাড়তে বিচরণ করছে। তাই এ সময় ইলিশ ধরা, পরিবহন, মজুদ ও বিপণন নিষিদ্ধ করেছে সরকার।