১৫ মে ২০২৪, বুধবার, ১০:১৪:২২ পূর্বাহ্ন


স্বামীর উপর অভিমান করে গৃহবধূর আত্মহত্যা
অনলাইন ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ২১-১০-২০২৩
স্বামীর উপর অভিমান করে গৃহবধূর আত্মহত্যা স্বামীর উপর অভিমান করে গৃহবধূর আত্মহত্যা


নীলফামারীর কিশোরগঞ্জে যৌতুকের দাবিতে স্বামীর বাড়িতে না নেওয়ার অভিমানে গলায় ফাঁস দিয়ে মোস্তাকিমা খাতুন (২২) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। 

শনিবার সকালে বাহাগিলী ইউনিয়নের নয়ানখাল সরকারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ ওই গ্রামের মৃত বাসার মামুদের মেয়ে। 

এলাকাবাসী জানান, উত্তর দুরাকুটি গ্রামের সাব্বিরের সঙ্গে তিন বছর আগে মোস্তাকিমার বিয়ে হয়। যৌতুকের কারণে আনুষ্ঠানিকভাবে স্বামীর বাড়িতে তাকে নেওয়া হচ্ছিল না। 

৪০ দিন আগে বাবার বাড়িতে তার সন্তান জন্মের পর মারা যায়। শুক্রবার রাতে নিজ কক্ষে গলায় ফাঁস দিলে শনিবার সকালে পরিবারের লোকজন তার ঝুলন্ত লাশ দেখতে পায়।

কিশোরগঞ্জ থানার ওসি এসএম শরীফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সেখানে যাচ্ছি। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।