২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ০৪:২৬:১৫ পূর্বাহ্ন


রাবিতে আত্মহত্যার চেষ্টা করলে সিট বাতিল
অনলাইন ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ১৩-০৩-২০২২
রাবিতে আত্মহত্যার চেষ্টা করলে সিট বাতিল রাবিতে আত্মহত্যার চেষ্টা করলে সিট বাতিল


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কোনো ছাত্রী আত্মহত্যার চেষ্টা করলে তার হলের সিট বাতিলের ঘোষণা দিয়েছে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা হল প্রশাসন।

শনিবার (১২ মার্চ) হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. শর্মিষ্ঠা রায় স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা হলে অবস্থানরত সব ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কোনো ধরনের ঘুমের ওষুধ, নেশা জাতীয় দ্রব্য কিংবা আত্মহননের প্রচেষ্টা করলে কৈফিয়ত ছাড়াই তার আবাসিকতা বাতিল করা হবে।

এ বিষয়ে প্রাধ্যক্ষ অধ্যাপক ড. শর্মিষ্ঠা রায় বলেন, প্রতিদিন পত্রিকার পাতা উল্টালেই দেখতে পাই আত্মহত্যার খবর। বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে এর প্রবণতা বেশি লক্ষ্য করা যায়। মূলত হলের ছাত্রীদের সচেতনতা বাড়াতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

রাজশাহীর সময় / এম আর