২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ১২:১৫:৩৬ অপরাহ্ন


চারঘাটে মাসিক আইনশৃঙ্খলা সভায় পুকুর খনন ও মাদকের সঙ্গে কোন ছাড় নেই
চারঘাট (রাজশাহী) প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২৪-০১-২০২২
চারঘাটে মাসিক আইনশৃঙ্খলা সভায় পুকুর খনন ও মাদকের সঙ্গে কোন ছাড় নেই আইনশৃঙ্খলা সভা, পুকুর খনন ও মাদকের সঙ্গে কোন ছাড় নেই


চারঘাটে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় চুরি সংঘটিত, অবৈধ পুকুর খনন ও মাদক প্রতিরোধে কোন ছাড় নেই। তবে প্রতিরোধ করতে সকলকে সহযোগিতা করার জন্য আহ্বান জানানো হয়।

সোমবার (২৪ জানুয়ারি) সকালে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। 

এতে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার ভুমি ও (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা নিয়তি রানী কৈরী । সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম। 

এসময় অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম, মডেল থানার উপ-পরিদর্শক মনিরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডা: আশিকুর রহমান,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মিজানুর রহমান আলমাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহফুজা বেগম, জেলা আওয়ামীলীগের সদস্য সাইফুল ইসলাম, উপজেলা আনসার ও ভিডিপি ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমা বেগম,সারদা থানাপাড়া সোয়ালোজ সহকারী পরিচালক মাহমুদা বেগম গিনি, প্রমুখ। 

এসময় উপস্থিত ছিলেন, আইন শৃঙ্খলা সভার অন্যান্য সদস্যবৃ্ন্দ এবং গনমাধ্যমকর্মীরা।

পুকুর খনন ও মাদকের সঙ্গে কোন রকম ছাড় নেই। চারঘাটকে মাদক মুক্ত করতে প্রশাসনকে আরো কঠোর এবং দায়িত্বশীল হতে হবে। যাতে করে কোন ভাবেই মাদকের ভয়াবহতা চারঘাটের যুব সমাজকে স্পর্শ করতে না পারে। সেদিকে সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে প্রধান অতিথির বক্তব্যে উপজেলাচেয়ারম্যান ফকরুল ইসলাম এসব কথাগুলো বলেন।

রাজশাহীর সময় /এএইচ