২০ মে ২০২৪, সোমবার, ০৩:০৪:০৩ পূর্বাহ্ন


বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার ছক্কার রেকর্ড
ক্রীড়া ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০২-১১-২০২৩
বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার ছক্কার রেকর্ড ছবি: সংগৃহীত


ভারতে চলমান বিশ্বকাপে উড়ছে দক্ষিণ আফ্রিকা। আসরের কোনো প্রতিপক্ষই যেন মাফ পাচ্ছে না তাদের আগ্রাসি ব্যাটিং আক্রমণ থেকে। বিশ্বমানের বোলারদেরও পিটিয়ে তুলোধুনো করছেন ডি’কক, ক্লাসেন, মার্করাম, মিলার, ডুসেনের মতো মারকুটে ব্যাটাররা। আর এবার প্রোটিয়াদের মুকুটে যুক্ত হয়েছে নতুন পালক।

গতকাল পুনেতে নিউ জিল্যান্ডের বিপক্ষে ৪ উইকেটে ৩৫৭ রান করেছে প্রোটিয়ারা। চলতি আসরে সাত ইনিংসে এটি তাদের পঞ্চম ৩০০ ছোঁয়া দলীয় স্কোর। এর মধ্যে চারবারই তারা পেরিয়েছে ৩৫০ রানের ঘর। ধারাবাহিকভাবে রান-পাহাড় গড়ার পথে ছক্কার নতুন রেকর্ড গড়েছেন তারা।

এখন পর্যন্ত খেলা সাত ম্যাচে দক্ষিণ আফ্রিকা মেরেছে মোট ৮২টি ছক্কা। বিশ্বকাপের এক আসরে কোনো দলের এটিই সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড। ঘরের মাঠের গত আসরে ১১ ম্যাচে ৭৬টি ছক্কা মেরেছিল ইংল্যান্ড। এবার চার ম্যাচ কম খেলেই সেটি টপকে গেল প্রোটিয়ারা।

নতুন রেকর্ড গড়ার পথে বাংলাদেশের বিপক্ষে ১৯টি ছক্কা মেরেছে দক্ষিণ আফ্রিকা। নিউ জিল্যান্ডের বিপক্ষে বুধবারের ম্যাচে তাদের ছক্কা ১৫টি। এছাড়া দশের বেশি ছক্কা দেখা গেছে শ্রীলঙ্কা (১৪), ইংল্যান্ড (১৩) ম্যাচে।