২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ০৪:৩৫:৩২ পূর্বাহ্ন


মামাতো বোনকে বিয়ে করায় , স্বামীকে হেরোইন দিয়ে ফাঁসাতে গিয়ে ফেঁসে গেলেন স্ত্রী
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
  • আপডেট করা হয়েছে : ১৫-০৩-২০২২
মামাতো বোনকে বিয়ে করায় , স্বামীকে হেরোইন দিয়ে ফাঁসাতে গিয়ে ফেঁসে গেলেন স্ত্রী মামাতো বোনকে


মামাতো বোনকে (১৫) ২য় বিবাহ্ করায় স্বামীকে হেরোইন দিয়ে ফাঁসাতে গিয়ে ফেঁসে গেলেন স্ত্রী নাসরিন বেগম (২৬)।

সোমবার (১৪ মার্চ) বিকেল সাড়ে ৫টায় রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার আসাম কলোনী বৌ-বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

গৃহবধূ নাসরিন ওই এলাকার মোঃ সোহেলের স্ত্রী।

সোমবার রাত ১২টায় এ তথ্য নিশ্চিত করেছেন মহানগর গোয়েন্দা শাখার উপ-পুলিশ কমিশনার (ডিবি) মোঃ আরেফিন জুয়েল।

তিনি জানান, সোমবার বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে চন্দ্রিমা থানার আসাম কলোনী বৌ-বাজার এলাকার জনৈক আনোয়ার নামের এক ব্যক্তির ভাড়াটিয়ার বসত ঘরে অভিযান চালিয়ে ১০গ্রাম হেরোইন উদ্ধার করে মহানগর ডিবি পুলিশের একটি দল। এ সময় ভাড়াটিয় মোঃ সোহেলকে আটক করা হয়। পরে ডিবি পুলিশের অভিযানিক দলটির সন্দেহ্ হলে সোহেল ও তার স্ত্রী নাসরিনকে নিবিড়ভাবে জিজ্ঞাসা করা হয়। জিজ্ঞাসাবাদে বেয়িয়ে আসে আসল রহস্য। 

গৃহবধূ নাসরিন স্বিকার করে বলে, আমার বিবাহ্ হয়েছে ৬ বছর আগে। আমার তিন বছরের একটি শিশু রয়েছে। 

সম্প্রতি আমার অনুমতি ছাড়া আমার স্বামী আমার ১৫ বছর বয়সি মামাতো বোনকে বিবাহ করেছে। এই কারনে আমি ক্ষুদ্ধ হয়ে তাকে হেরোইন দিয়ে ফাঁসানোর চেষ্টা করেছি। এই কাজটা করা ঠিক হয়নি। ভূল হয়েছে বলেও স্বিকার করেন গৃহবধূ।

এরপর ডিবি পুলিশ আটক সোহেলকে ছেড়ে দেন এবং তার স্ত্রী নাসরীনকে গ্রেফতার করে। 

অভিযানটি পরিচালনা করেন, মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিবি) মোঃ আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধায়নে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) মোঃ আব্দুল্লাাহ আল মাসুদের নেতৃত্বে পুলিশ পরিদর্শক মোঃ রেজাউল হাসান, এসআই মোঃ মাহফুজুর রহমান ও সঙ্গীয় ফোর্স।

এ ব্যপারে চন্দ্রিমা থানার গৃহবধূর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। 

মঙ্গলবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হবে বলেও জানান ডিবি ডিসি।

রাজশাহীর সময় / এম আর