১২ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ১১:১২:৫৯ অপরাহ্ন


স্ত্রীকে গলাকেটে খুন করলো স্বামী !
সুমাইয়া তাবাস্সুম:
  • আপডেট করা হয়েছে : ২৪-১১-২০২৩
স্ত্রীকে গলাকেটে খুন করলো স্বামী ! স্ত্রীকে গলাকেটে খুন করলো স্বামী !


অপর্ণা বৈদ্য(২৮) নামের এক গৃহবধূর গলা কেটে খুন করেছে তারই স্বামী পরিমল বৈদ্য। জয়নগর থানা এলাকার হরিনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের নলিকাটার মোড় এলাকায় এ ঘটনা ঘটে

খুনের পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত স্বামী পরিমল বৈদ্য। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

জানা গেছে, মগরাহাট এলাকার বাসিন্দা ছিলেন অপর্ণা বৈদ্য।  ১৭ বছর আগে বিয়ে হয় পরিমল বৈদ্যর সাথে। তিনি রাজমিস্ত্রির কাজ করেন। এখন সোশ্য়াল মিডিয়ায় রিলস বানাতেন অপর্ণা। সোশ্যাল মিডিয়ায় অপর্ণার বেশ কিছু বন্ধুবান্ধবও ছিল। এ নিয়ে পরিমল বৈদ্য দম্পত্তীর মধ্যে বিবাদ সৃষ্টি হয়। এরই জেরে স্বামীকে ছেড়ে পালিয়ে যায় অপর্ণা। 

পরিবার সূত্রে জানা গেছে, দম্পতির এক ছেলে ও এক মেয়ে আছে। ছেলে সপ্তম শ্রেনিতে পড়ে। আর মেয়ে নার্সারিতে পড়ে। ছেলে জানিয়েছে, প্রায় বাবা ও মায়ের মধ্যে ঝগড়া হত। বাবা মাকে মেরে ফেলার হুমকি দিত। ঘটনার দিন প্রাইভেট পড়তে যায়। ওই সময় মাকে গলাকেটে খুন করে বাবা।  খবর পেয়ে জয়নগর থানার পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।  তবে বাবা পলাতক বয়েছে বলেও জানায় দম্পতির ছেলে।