২৯ এপ্রিল ২০২৪, সোমবার, ০৯:২২:০৩ অপরাহ্ন


শিশুর ঘুমের ঘোরে নাক ডাকার কারণ
ফারহানা জেরিন
  • আপডেট করা হয়েছে : ৩০-১১-২০২৩
শিশুর ঘুমের ঘোরে নাক ডাকার কারণ ফাইল ফটো


আমরা অনেকেই নাক ডাকার সমস্যার সঙ্গে পরিচিত। অনেকেই ঘুমের ঘোরে নাক ডাকে।তবে শুধু বড়দের মধ্যে নয় শিশুদের মাঝেও নাক ডাকার সমস্যা দেখা দেয়। তাই আপনার শিশু যদি নিয়মিত নাক ডাকে তবে এ বিষয়ে সচেতন হন।

আজকে আমরা এই প্রতিবেদনের মাধ্যমে জেনে নিব শিশুদের নাক ডাকার কারণ সম্পর্কে, চলুন জেনে নেই-

শিশুদের নাক ডাকার কারণ:

১)টনসিল ও নাকের পিছনে গলার ওপর দিকে এপিনয়েড গ্রন্থি প্রদাহ বা সংক্রমণে বড় হয়ে গেলে শ্বাসকষ্ট বা নাক ডাকার সমস্যা হয়।

২)সাইনাস সমস্যা বা প্রদাহের কারণেও শিশুরা নাক ডাকার সমস্যায় ভোগে

৩)ঠান্ডা লেগে বা অ্যালার্জিজনিত সমস্যা থাকলে নাক বন্ধ হয়ে যাওয়ায় শিশুরা নাক ডাকে।

৪)দুই নাকের মধ্যবর্তী পর্দা বেশি বেঁকে থাকলেও মানুষ নাক ডাকে।জন্মগতভাবেই শিশুর এমন থাকতে পারে।

৫)স্থূল শিশুরা নাক ডাকে,যাদের গলায় বায়ু চলাচলের পথ সংকীর্ণ হয়ে আসে।

চিকিত্‍সা:

●নাক বাঁকা,টনসিল,এডিনয়েড,অ্যাপনিয়ার সমস্যা থাকলে চিকিত্‍সকের পরামর্শ অনুযায়ী চিকিত্‍সা করান,এবং প্রয়োজনে অপারেশন করে নিন।

●ঘুমের সময় CPAP/BIPAP ব্যবহার করুন।

শিশুদের নাক ডাকার বিষয়ে অভিভাবকদের সর্বদা সচেতন হতে হবে। এরসঙ্গে মনের রাখতে হবে এসব ক্ষেত্রে প্রতিকার নয় প্রতিরোধ সর্বদা উত্তম।