১৪ সেপ্টেম্বর ২০২৪, শনিবার, ১২:৩০:০৫ পূর্বাহ্ন


পরকীয়ার জেরেই প্রেমিকাকে গুলি
তামান্না হাবিব নিশু :
  • আপডেট করা হয়েছে : ০১-১২-২০২৩
পরকীয়ার জেরেই প্রেমিকাকে গুলি পরকীয়ার জেরেই প্রেমিকাকে গুলি


পরকীয়ার জেরেই ময়না ঢালি নামের এক প্রেমিকাকে গুলি করেছে প্রেমিক ভোলা। গুলিবিদ্ধ মহিলাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এই মহিলার সাথে পরকীয়ার সম্পর্ক ছিল তার। এরপর গভীর রাতে তাদের মধ্যে ঝগড়া হয়। এরই জেরে প্রেমিক নিজের পিস্তল দিয়ে প্রেমিকাকে গুলি করেছে।

ভুক্তভোগী ময়না ঢালি দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের হাসপাতাল মোড় এলাকার বাসিন্দা। অপরদিকে অভিযুক্ত প্রেমিক ভোলা প্রসাদ ক্যানিংয়ের মিঠাখালি এলাকার বাসিন্দা । তৃণমূল কর্মী হিসেবে পরিচিত তিনি। দীর্ঘদিন ধরে ময়নার সঙ্গে পরকীয়ার সম্পর্ক ছিল ভোলার। সম্প্রতি তাঁদের মধ্যে অশান্তি শুরু হয়। বৃহ্স্পতিবার রাতে তা চরম আকার ধারন করে। এদিন রাতে কথা কাটাকাটির এক পর্যায়ে আচমকা প্রেমিকা ময়নাকে লক্ষ্য করে গুলি চালায় ভোলা। 

গুলিতে আহত হয় ওই মহিলা। তিনি পেটে গুলিবিদ্ধ হন। রক্তাক্ত অবস্থায় প্রথমে নিয়ে আসা হয় ক্যানিং মহকুমা হাসপাতালে। সেখানে চিকিত্সকরা রেফার করে কলকাতা হাসপাতালের উদ্দেশ্যে। ইতিমধ্যে এই অভিযুক্তকে গ্রেফতার করেছে ক্যানিং থানার পুলিস। পরকীয়ার জেরে মহিলাকে গুলি চালালো ভোলা তৃণমূল কর্মী বলে জানা গেছে। ইতিমধ্যে ভোলাকে গ্রেফতার করেছে ক্যানিং থানার পুলিশ।