২৭ Jul ২০২৪, শনিবার, ০৩:০৩:০১ অপরাহ্ন


গোদাগাড়ীতে বালুর ট্রাকের ধাক্কায় প্রাণ গেল কৃষকের
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
  • আপডেট করা হয়েছে : ০২-১২-২০২৩
গোদাগাড়ীতে বালুর ট্রাকের ধাক্কায় প্রাণ গেল কৃষকের গোদাগাড়ীতে বালুর ট্রাকের ধাক্কায় প্রাণ গেল কৃষকের


রাজশাহীর গোদাগাড়ী বালুর ট্রাকের ধাক্কায় জসিমউদ্দীন ( ৬৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ট্রাক চালক বাবরকে (৩২), গ্রেফতার করা হয়েছে।

শনিবার (২ ডিসেম্বর) সকাল ১০টায় গোদাগাড়ী পৌর এলাকার মহিশালবাড়ি মোড়ে একটি বালু ভর্তি ট্রাক ধান বহনকারী ট্রলিকে পেছন থেকে ধাক্কা দিলে ওই কৃষকের মৃত্যু হয়।

নিহিত জসীমউদ্দীন, গোদাগাড়ী  থানার তাজেন্দ্রপুর মোল্লাপাড়া গ্রামের মৃত এলাহী বক্সের ছেলে।

অপর দিকে গ্রেফতার ট্রাক চালক মোঃ বাবর, তিনি রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ডিঙ্গাডোবা এলাকার আকবর আলীর ছেলে।

স্থানীয় ও প্রত্যাক্ষদর্শী সূত্রে জানা গেছে, ট্রলিতে করে ধান নিয়ে বিক্রয়ের গোদাগাড়ী ধানের হাটে আসছিলেন জসিমউদ্দীন। পথে মহিষালবাড়ি মোড়ে মাদক নিরাময় কেন্দ্রের সামনে বালু ভর্তি একটি  ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় ট্রলি থেকে ছিটকে পড়ে ট্রাকের চাপায় (রাজ মেট্র ট- ১১-০৫৭৪) ঘটনাস্থলেই মারা যান কৃষক জসীমউদ্দীন।

জানতে চাইলে গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল মতিন বলেন, কৃষক নিহতের ঘটনায় ট্রাকের চালক মোঃ বাবর কে গ্রেফতার করা হয়েছে।

তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান ওসি।