১২ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ১০:১৩:৩৫ অপরাহ্ন


মগবাজারে অবরোধের সমর্থনে ছাত্রদলের মিছিল
অনলাইন ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ০৩-১২-২০২৩
মগবাজারে অবরোধের সমর্থনে ছাত্রদলের মিছিল মগবাজারে অবরোধের সমর্থনে ছাত্রদলের মিছিল


বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা অবরোধ সফলে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল, সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচনের এক দফা দাবিতে নবম ধাপে এ আন্দোলন চলছে। 

রবিবার সকালে মগবাজারে মিছিল ও সড়ক অবরোধ করেন ছাত্রদলের নেতাকর্মীরা। 

এ সময় মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি আকতারুজ্জামান আক্তার, নাছির উদ্দিন নাছির, যুগ্ম সম্পাদক এম এম মুসা, রিয়াদ রহমান, মনজুরুল আলম রিয়াদ, জকির উদ্দিন আবির, রেহানা আক্তার শিরিন, সাংস্কৃতিক সম্পাদক ফারুক হোসেন, সহসাংগঠনিক সম্পাদক হানিফ আলী, কেন্দ্রীয় সদস্য মো. সাহেদ হাসান, মোবারক হোসেন, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহসভাপতি জাফর উল্লাহ, দক্ষিণ ছাত্রদলের সাবেক সহসভাপতি রাশেদুজ্জামান তুফান, উত্তর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আজম হোসেন। 

আরো উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহসভাপতি জুয়েল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, ইব্রাহিম খলিল, নাহিদুজ্জামান শিপন, জহুরুল হক হল ছাত্রদলের যুগ্ম সম্পাদক মেহেদী হাসান, বিজয় একাত্তর হল ছাত্রদলের প্রচার সম্পাদক তানভীর আল হাদী মায়েদ। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শামসুল আরেফিন, যুগ্ম সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, সহসাংগঠনিক সম্পাদক শামীম মিয়া, সদস্য ইমরান হাসান। 

ঢাকা কলেজ ছাত্রদলের সহসভাপতি রাশেদুল আমিন, যুগ্ম সম্পাদক রাহাত হোসেন। তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইফতে খায়রুল ইসলাম, রিমু হোসেন, শাহানাজ পারভীন।

বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক আল-আমিন হোসেন, যুগ্ম সম্পাদক আল মিরাজ, সহসাংগঠনিক সম্পাদক সাকিব হোসেন হৃদয়, সহসাংস্কৃতিক সম্পাদক মো. শরিফুল ইসলাম রাজা, ছাত্রনেতা ফরিদুল ইসলাম হৃদয়। ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আকরাম আহমেদ, মোহাম্মদপুর ৩২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সদস্যসচিব আব্দুর রহমান জিয়া, মোহাম্মদপুর থানা ছাত্রদল নেতা মো. পারভেজ খান, মোহাম্মদপুর থানার ৩২ নম্বর ওয়ার্ড ছাত্রদল নেতা মো. রাজু, ৩৩ নম্বর ওয়ার্ড ছাত্রদল নেতা মো. শিহাব খান। মহানগর উত্তর ছাত্রদলের ছাত্রনেত্রী উর্মী আক্তার ভূঁইয়া। ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের নবাব রাব্বি।

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের আব্দুল্লাহ আল মামুন। বোরহান উদ্দিন কলেজ ছাত্রদলের ছাত্রনেতা আমান উল্লাহ আমান, ছাত্রনেতা আনোয়ার হোসেন বাবুসহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

এ সময় জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা রাস্তা অবরোধ করে এক দফা দাবি ও অবৈধ তফসিল বাতিল চেয়ে অবরোধের সমর্থনে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।