২৯ এপ্রিল ২০২৪, সোমবার, ০৯:৫০:৩৬ অপরাহ্ন


ওসিরা প্রভাবিত হতে পারেন, তাই বদলির সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৩-১২-২০২৩
ওসিরা প্রভাবিত হতে পারেন, তাই বদলির সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ছবি: সংগৃহীত


সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশন সব থানার ওসিদের রদবদলে সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, নির্বাচন কমিশন মনে করছে দীর্ঘদিন ধরে যারা আছে তারা (নির্বাচনে) প্রভাবিত হতে পারে।

রোববার (৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচন কমিশন একটি স্বাধীন সংস্থা। যখনই নির্বাচন আসে, শিডিউল ডিক্লেয়ার হয়ে গেলেই আমাদের নিরাপত্তা বাহিনী থেকে শুরু করে সবকিছুই নির্বাচন কমিশনের ওপর ন্যস্ত থাকে। নির্বাচন কমিশন মনে করেছে দেশের সুষ্ঠু নির্বাচন করতে হলে যারা দীর্ঘদিন যাবৎ ওসি হিসেবে আছেন, তারা হয়ত কারও প্রতি ইনক্লাইন্ড (অনুগত) হতে পারে।

জনগণ বিএনপি-জামায়াত থেকে মুখ ফিরিয়ে নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই কারণে তারা নির্বাচনে যেতে ভয় পাচ্ছে। নির্বাচনে জয়লাভ করতে পারবে না, বিষয়টি তারা সুনিশ্চিত হয়েছে।

তিনি আরও বলেন, অগ্নিসন্ত্রাস যারা করে, তাদের থেকে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে বলেই তারা বুঝতে পেরেছে আর গণতান্ত্রিক পন্থায় ক্ষমতায় আসতে পারবে না।