২৮ মার্চ ২০২৪, বৃহস্পতিবার, ০৯:৪৫:৩৬ অপরাহ্ন


রাজশাহীতে পদ্মায় গোসল করতে নেমে ২ স্কুল ছাত্রের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ১৮-০৩-২০২২
রাজশাহীতে পদ্মায় গোসল করতে নেমে ২ স্কুল ছাত্রের মৃত্যু রাজশাহীতে পদ্মায় গোসল করতে নেমে দুই স্কুল ছাত্রের মৃত্যু


রাজশাহী মহানগরীর বড়কুঠি এলাকায় পদ্মা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। 

শুক্রবার (১৮ মার্চ) দুপুর সাড়ে ১১টার দিকে মহানগরীর বড় কুঠির কাছে পদ্মা নদীতে গোসল করতে নামে তারা। 

নিহতরা হলেন: বড়কুঠি এলাকায় সারিক আলী ছেলে নিরব (১৫) ও সায়েদ আলীর ছেলে শাহিন (১৬)। এদের মধ্যে নিরব লোকনাথ স্কুলের এবং শাহিন শিক্ষাবোর্ড মডেল স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র। 

বোয়ালিয়া থানার ওসি মাজহারুল ইসলাম জানান, পদ্মা নদীতে নিরব, শাহিন ও সাজেদ এই তিন বন্ধুসহ ৮/১০ জন গোসল করছিল। এদের মধ্যে হটাৎ সাজেদ পানিতে ডুবে যায়। তাকে বাঁচাতে যায় নিরব ও শাহিন। এ সময় সাজেদকে উদ্ধার করে তারা দুইজন পানিতে ডুবে যায়। তবে সাজেদ পড়ে উঠে আসে।

ওসি আরও বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত গিয়ে নিরব ও শাহিনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তারা তিনজনের কেউ সাতাঁর জানতোনা বলেও ওসি জানান।

রাজশাহীর সময়/এএইচ