২৭ Jul ২০২৪, শনিবার, ০৩:২০:০২ অপরাহ্ন


হামাস নেতার বাড়ি ঘিরে ফেলেছে ইসরাইলের সেনা
আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেট করা হয়েছে : ০৭-১২-২০২৩
হামাস নেতার বাড়ি ঘিরে ফেলেছে ইসরাইলের সেনা হামাস নেতার বাড়ি ঘিরে ফেলেছে ইসরাইলের সেনা


হামাস নেতা ইয়াহিয়া সিনোয়ারের বাড়ি ঘিরে ফেলেছে ইসরাইলের সেনা। তিনি বাড়িতে আছেন কিনা জানা যায়নি। ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এ দাবি করেছেন।

নেতানিয়াহু একটি ভিডিও বার্তায় জানিয়েছেন, ‘গতকালই আমি বলেছিলাম, গাজা ভূখণ্ডের যে কোনো জায়গায় আমাদের সেনা পৌঁছাতে পারবে। আজ আমাদের সেনা সিনোয়ারের বাড়ি ঘিরে ফেলেছে। হতেই পারে তিনি ওখানে নেই। তিনি পালিয়েও যেতে পারেন। তবে আজ না হয় কাল, তাকে ধরা হবেই।’

সিনোয়ারের বাড়ি দক্ষিণ গাজায় খান ইউনিস শহরে বলে জানা গেছে। বুধবার সেখানে ইসরাইলের সেনা খুবই তৎপর ছিল। ইসরাইলের ধারণা, হামাসের নেতারা এখন দক্ষিণ গাজায় আছেন। কারণ, প্রথমদিকে লড়াইটা উত্তর গাজায় সীমাবদ্ধ ছিল। তারা তখন দক্ষিণ গাজায় চলে এসেছেন।

সিনোয়ার দুই দশকের বেশি সময় ইসরাইলের জেলে ছিলেন। দুই ইসরাইলি সেনা ও তাদের চারজন ফিলিস্তিনি সঙ্গীকে খুন করার দায়ে তার শাস্তি হয়েছিল। ২০১১ সালে ইসরাইলের সেনা জিলাদ শালিটের মুক্তির বিনিময়ে এক হাজারের বেশি ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয় ইসরাইল। তার মধ্যে সিনোয়ারও ছিল। ২০১৭ সালে সিনোয়ার গাজায় হামাসের প্রধান হন। সূত্র: ডয়চে ভেলে।