০৮ ডিসেম্বর ২০২৪, রবিবার, ০৮:৪৭:৪৩ অপরাহ্ন


বাঘায় একটি পুকুর থেকে বিপুল পরিমান ফেনসিডিল উদ্ধার
নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট করা হয়েছে : ০৮-১২-২০২৩
বাঘায় একটি পুকুর থেকে বিপুল পরিমান ফেনসিডিল উদ্ধার বাঘায় একটি পুকুর থেকে বিপুল পরিমান ফেনসিডিল উদ্ধার


রাজশাহীর বাঘায় একটি পুকুর থেকে পরিত্যাক্ত অবস্থায় ১৮২ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে র‌্যাব-৫।

বুধবার (৬ ডিসেম্বর) রাত পৌনে ১০টায় বাঘা থানাধীন আড়পাড়া গ্রামের জনৈক মোঃ সাজদার রহমানের বসতবাড়ীর পশ্চিম দিকের একটি পুকুর থেকে এসব ফেনসিডিল উদ্ধার করা হয়। মোঃ সাজদার রহমান (৪১) একই গ্রামের মোঃ উমর আলী ছেলে। 

শুক্রবার র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। 

র‌্যাব জানায়, প্রাথমিক তদন্তে জানা যায়, ওই এলাকা দিয়ে মাদক-চোরাকারবারীরা নিয়মিত বিভিন্ন ধরনের মাদকদ্রব্য পাচার করে থাকে।

উদ্ধারকৃত ফেনসিডিলের ব্যপারে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য বাঘা থানায় হস্তান্তর করা হয়েছে।