১৬ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ১১:৩৮:০৫ অপরাহ্ন


পুঠিয়ায় কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন
পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি:
  • আপডেট করা হয়েছে : ১৯-০৩-২০২২
পুঠিয়ায় কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন পুঠিয়ায় কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন


পুঠিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এবং আধুনীক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগে কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা পরিষদ চত্বরে তিনদিন ব্যাপি কৃষি প্রযুক্তি মেলা-২০২২ এর উদ্বোধন করা হয়েছে। 

এ উপলক্ষে শনিবার (১৯ মার্চ) এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকাল ১১টায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় কৃষকদের অংশ গ্রহণে উপজেলা চত্বর থেকে বের হওয়া র‌্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেলাস্থলে গিয়ে শেষ হয়। 

পরে উপজেলা পরিষদ অডিটোরিয়াম হল রুমে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান জি এম হিরা বাচ্চু।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল হাই মোহাম্মদ আনাছ পিএএ’র সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার শামসুন নাহার ভুঁইয়া।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মতিন মুকুল ও সোনালী ব্যাংকের শাখা ব্যবস্থাপক জাহিদুল ইসলাম জাহিদ প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার তন্ময় কুমার সরকার । 

রাজশাহীর সময় / এম জি