২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ১২:২৯:১৪ পূর্বাহ্ন


হারানো মোবাইল উদ্ধার করে হস্তান্তর করলো মহানগর ডিবি পুলিশ
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
  • আপডেট করা হয়েছে : ২০-০৩-২০২২
হারানো মোবাইল উদ্ধার করে হস্তান্তর করলো মহানগর ডিবি পুলিশ হারানো মোবাইল উদ্ধার করে হস্তান্তর করলো মহানগর ডিবি পুলিশ


রাজশাহী মহানগরীতে হারানো মোবাইল উদ্ধার করে মালিকের নিকট হস্তান্তর করেছে মহানগর গোয়েন্দ পুলিশ (ডিবি)।

জানা যায়, মহানগরীর রাজপাড়া থানার হড়গ্রাম মুন্সিপাড়া গ্রামের মোঃ আফতাবুর রহমানের ব্যবহৃত মোবাইল ফোন গত (১৫ সেপ্টেম্বর ২০২১) বিকেল সাড়ে ৫ টায় লক্ষীপুর মোড়ে যাওয়ার পথে হারিয়ে যায়। এ ব্যপারে রাজপাড়া থানায় একটি হারানো জিডি এন্ট্রি হয়।

পরবর্তীতে তথ্য প্রযুক্তির সহায়তায় কাশিয়াডাঙ্গা মোড় হতে হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিবি) মোঃ আরেফিন জুয়েল এর সার্বিক তত্তাবধায়নে, পুলিশ পরিদর্শক মোঃ আশিক ইকবালের নের্তৃত্বে এসআই সুমন কুমার সাহা ও সঙ্গীয় ফোর্স।

রোববার সকালে মোবাইলের মালিক আফতাবুরের নিকট হস্তান্তর করা হয়।

হারানো মোবাইল ফোন পেয়ে মোঃ আফতাবুর রহমান, আরএমপি'র পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক সহ ডিবি পুলিশকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রাজশাহীর সময় / এম আর