২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ০৬:১৫:৫৬ অপরাহ্ন


মতিহারে ছাগলসহ চোর আটক, গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
  • আপডেট করা হয়েছে : ২১-০৩-২০২২
মতিহারে ছাগলসহ চোর আটক, গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ মতিহারে ছাগলসহ চোর আটক, গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ


রাজশাহী মহানগরীতে ছাগল চুরি করে পালানোর সময় ধাওয়া দিয়ে সাগর (২২) নামের এক চোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। সোমবার দুপুর ১টার দিকে নগরীর মতিহার থানাধিন ধরমপুর রেডিও সেন্টার মাঠে এ চুরির ঘটনা ঘটে। 

আটক ছাগল চোর সাগর, মহানগরীর বোয়ালিয় মডেল থানাধিন বালিয়া পুকুর এলাকার মৃত খুবেদ আলীর ছেলে।

ছাগলের মালিক রাজিব জানায়, প্রতিদিনের ন্যায় সোমবার সকালে তাদের ছাগল রেডিও সেন্টার মাঠে ছেড়ে আসে। দুপুরে ছাগল আনতে গিয়ে দেখেন তার ছাগল মাঠে নাই। এ সময় সে তার ছাগল খুঁজতে বেরিয়ে পড়ে। এক পর্যায়ে লোক মারফত জানতে পারেন অজ্ঞাত এক যুবক রিক্সা যোগে একটি ছাগল নিয়ে তালাইমারীর দিকে গেছে। সাথে সাথে মোটরসাইকেল নিয়ে তিনি তালাইমারীতে পৌঁছে দেখেন একটি রিক্সায় তার ছাগল চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে।

ওই সময় ছাগল মালিক রাজিব ও তার সাথের লোকজন রিক্সা থামিয়ে ছাগলসহ চোরকে তারা আটক করে। তবে রিক্সা চালক পালিয়ে যায়।

পরে তাকে স্থানীয়রা চোর সাগরকে গণধোলাই দিয়ে মতিহার থানা পুলিশে সোপর্দ করে। 

এ ব্যপারে জানতে চাইলে মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তুহিন আলী জানান, চুরির ছাগল উদ্ধার করা হয়েছে। ছাগল চোর সাগরের বিরুদ্ধে একটি চুরির মামলা দায়ের করা হয়েছে। বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে সোপর্দ করা হয়েছে বলেও জানান ওসি। 

রাজশাহীর সময় / এম জি