২৭ Jul ২০২৪, শনিবার, ০৩:৪২:৪৮ অপরাহ্ন


ট্রেড লাইসেন্স কার্যক্রমে রাসিকের বিশেষ অভিযান পরিচালিত
স্টাফ রিপোর্টার :
  • আপডেট করা হয়েছে : ২৫-০২-২০২৪
ট্রেড লাইসেন্স কার্যক্রমে রাসিকের বিশেষ অভিযান পরিচালিত ট্রেড লাইসেন্স কার্যক্রমে রাসিকের বিশেষ অভিযান পরিচালিত


ট্রেড লাইসেন্স কার্যক্রমে রাসিকের বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।

রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় রাসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্টেট সাদিয়া আফরিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানকালে ট্রেড লাইসেন্স নবায়ন না করায় গ্লোবাল নার্সিং ইনস্টিটিউটের বিরূদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। অভিযানে গ্লোবাল নার্সিং ইনস্টিটিউটকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও হাজরাপুকুর ডাবতলা এলাকায় ঢালাই কারখানাকে ২ হাজার জরিমানা করা হয়। এছাড়াও ১৯নং ওয়ার্ডে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স পরিদর্শন করা হয়।   

এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ ও রাসিকের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।