১৪ সেপ্টেম্বর ২০২৪, শনিবার, ১২:১৭:১৭ পূর্বাহ্ন


এনজিওর ঋণের চাপে দুই সন্তানকে হত্যার পর মা-এর আত্মহত্যা
অনলাইন ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ২৫-০২-২০২৪
এনজিওর ঋণের চাপে দুই সন্তানকে হত্যার পর মা-এর আত্মহত্যা এনজিওর ঋণের চাপে দুই সন্তানকে হত্যার পর মা-এর আত্মহত্যা


সিরাজদিখান উপজেলা কেয়াইন ইউনিয়নের উত্তর ইসলামপুর গ্রামে এনজিওর ঋণের টাকা পরিশোধ করতে না পারায় দুই শিশু সন্তানকে হত্যার পর মা আত্মহত্যা করেছে।

নিহতরা হলো মা সায়মা বেগম ( ৩৩) শিশু কণ্যা ছাইমুনা (১১) এবং পুত্র সন্তান তাওহীদ।

নিহত সায়মা বেগমের আত্তীয় রোজীনা আক্তার জানান সায়মা বেগম সংসার চালাতে বিভিন্ন সময় বিভিন্ন এনজিও থেকে ঋণ নেয়।সংসারের অভাবের কারণে সময় মতো কিস্তির টাকা পরিশোধ করতে পারেনি।দিন দিন ঋণের টাকার পরিমান অনেক হয়ে যায়।

রবিবার সকালে পাওনাদাররা এসে ডাকাডাকি করে । কোন সারাশব্দ না পেয়ে চলে যায়। পরে আমরা এসে দরজা বন্ধ দেখে পুলিশে খবর দেই।পরে পুলিশ এসে বসতঘর থেকে মা ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্বার করে।নিহত সায়মা বেগমের স্বামী আলী মিয় সৗদি আরব প্রবাসী।মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ( সিরাজদিখান সার্কেল ) মোস্তাফিজুর রহমান রিফাত জনান,পুলিশ মৃতদেহ উদ্বার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। সন্দেহ করা হচ্ছে ঋণের চাপে আত্মহত্যার ঘটনা ঘটেছে।