১২ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ০৯:৪৩:৪৮ অপরাহ্ন


রাজশাহী জেলা পরিষদের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতারণ
স্টাফ রিপোর্টার :
  • আপডেট করা হয়েছে : ০৪-০৩-২০২৪
রাজশাহী জেলা পরিষদের পক্ষ থেকে  বীর মুক্তিযোদ্ধা সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতারণ রাজশাহী জেলা পরিষদের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতারণ


রাজশাহী জেলা পরিষদের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতারণ করা হয়েছে।

সোমবার (৪ ফেব্রুয়ারি) দুপুরের  রাজশাহী কাশিয়াডাঙ্গা বাজার সংলগ্ন রাজশাহী পশ্চিমাঞ্চল বীর মুক্তিযোদ্ধা বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের অফিস চত্বরের  বীর মুক্তিযোদ্ধা সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতারণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও রাজশাহী  মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এবং  রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল। 

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী পশ্চিমাঞ্চল বীর মুক্তিযোদ্ধা বহুমুখী সমবায় সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আব্দুল আজীজ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাদিকুজ্জামান কাজল। বীর মুক্তিযোদ্ধা আব্দুল রশিদ, হাবিবুর রহমান, আবুল কালাম আজাদ, আইবুর রহমান, আব্দুল সাত্তার, মনিরুল ইসলাম, আ: সালাম কোরবান, রহিম উদ্দিনসহ মুক্তিযোদ্ধা সদস্য ও  মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।