২৯ এপ্রিল ২০২৪, সোমবার, ০৯:৩১:১৭ পূর্বাহ্ন


ফুলবাড়ীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি পালিত
কংকনা রায়, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি :
  • আপডেট করা হয়েছে : ১০-০৩-২০২৪
ফুলবাড়ীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি পালিত ফুলবাড়ীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি পালিত


‘দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে রবিবার (১০ মার্চ) বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন করা হয়েছে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ১১ টায় এক বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে।

শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী।

এতে উপজেলা প্রকল্প বাস্তবায়ক কর্মকর্তা মো. শাফিউল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা লুৎফর রহমান, কাজিহাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানিক রতন, শিবনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছামেদুল ইসলাম, ফুলবাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) লিডার ওপেন্দ্রনাথ রায়, ফুলবাড়ী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক প্লাবন শুভ প্রমুখ।

শেষে দুর্যোগ মোকাবিলায় সচেতনতামূলক মহড়া প্রদর্শন করেন ফুলবাড়ী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সদস্যরা।

এতে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ উপস্থিত ছিলেন।